করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল অন্যতম। বৃহস্পতিবার সকাল পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগী যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ৬৭০ জন এবং মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ ব্রাজিল। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ২৬১ জনের।
ওয়ার্ল্ডোমিটার এর তথ্য বলছে, বিশ্বব্যাপী ২১৩ টি দেশে ছড়িয়ে যাওয়া করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৮২০। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৭০৫ জন, মারা গেছে ১ হাজার ২৬১ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছে ৯৯৭ জন, ২৪ ঘণ্টার হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে একদিনে প্রাণহানি ঘটেছে ৮৩৬ জনের।
অন্যদিকে আবারও করোনায় মৃত্যু বাড়ছে ইরানে। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯৯, রাশিয়ায় ১৫৬, পেরুতে ১৮৮, চিলিতে ১১৭, সাউথ আফ্রিকায় ১০৭ এবং কলম্বিয়ায় ১৮৯ জনের প্রাণহানি ঘটেছে।
করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫৭০ মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫০ লাখ ৬৭ হাজার ৬১০ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৬১৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮০ লাখ ৩৭ হাজার ১৪০ জন সুস্থ হয়ে উঠেছে।