করোনাভাইরাস মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়ালেন আমির খান। তবে এই আমির বলিউড অভিনেতা নন। তিনি ব্রিটেনের বক্সার।বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বাড়িটি তিনি ভাড়া দেন। সেই চারতলা বাড়ি করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহার করতে দেবেন।
বুধবার (২৫ মার্চ) নিজের টুইটারে এ কথা জানান। সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘এই কঠিন সময়ে হাসপাতালের বেড পাওয়া সাধারণ মানুষের জন্য কতটা কষ্টকর তা বুঝতে পারছি। আমার ৬০ হাজার বর্গফুটের চার তলা বাড়ি দিতে তৈরি আছি করোনা আক্রান্তদের সাহায্যের জন্য। বিয়ে বাড়ির কাজে বাড়িটি ব্যবহৃত হয়।’’
আমির খান বক্সিংয়ে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছিলেন।