ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর থেকে । সেদিনই প্রথম মাঠে নামার কথা রয়েছে প্যারিস সেন্ট জার্মেই এবং রেসিং লেন্স। সে লক্ষ্যেই অনুশীলন শুরু করতে যাচ্ছিল নেইমারদের ক্লাব। তার আগে যথারীতি খেলোয়াড়দের করোন টেস্টের উদ্যোগ নেয় পিএসজি।
কিন্তু সেই টেস্ট করতে গিয়েই দেখা গেল দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় করোনা আক্রান্ত। এক বিবৃতি দিয়ে বিষয়টা মিডিয়াকে জানিয়েছে পিএসজি নিজেরাই। যদিও বিবৃতিতে তারা দুই ফুটবলারের নাম প্রকাশ করেনি।
যদিও ফ্রেঞ্চ মিডিয়া উদঘাটন করে ফেলেছে সেই দুই ফুটবলারের নাম। জানা গেছে, আর্জেন্টিনার তারকা ফুটবলার, পিএসজির মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ানদ্রো প্যারেডেস।
বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পর অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ান্দ্রো প্যারেডেস ইবিজা সৈকতে একসঙ্গে ছুটি কাটাতে গিয়ে করোনা আক্রান্ত হন। করোনা টেস্টে পজিটিভ আসার পরই তাদের দুজনকে রাখা হয়েছে আইসোলেশনে। যদিও তাদের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি এবং তারা সুস্থ রয়েছেন।