ভারতের সর্বত্র করোনা এখন ঊর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। টালিউডেও একের পর এক শিল্পী করোনা আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে শ্রীজাতও করোনা (Covid-19) আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন, আক্রান্ত হয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। আর এবার করোনা আক্রান্ত হলেন কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। মৃদু উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে রয়েছেন শীর্ষেন্দু।
ভারতীয় পত্রিকা জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন- ‘মুখে স্বাদ নেই, তিতকুটে ভাব আছে। পেটের গোলমাল হয়েছিল বেশ কয়েকদিন আগে থেকেই, শরীর অস্থির করায় চিকিৎসককে জানাই। তিনিই পরামর্শ দেন পরীক্ষা করানোর। প্রায় সাত দিন ধরে ভুগছিলাম, গতকাল পরীক্ষা করাই, আজ সকালে রিপোর্ট পজিটিভ এসেছে। হোম আইসোলেশনে রয়েছি আমি। একটু ঘুম পাচ্ছে শুধু। আর ঠান্ডা লেগে রয়েছে, এছাড়া উপসর্গ বলতে সেরকম কিছু নেই।’
গত ২ জানুয়ারি মালদা বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। তখনই ঠান্ডা লেগেছিল। এরপর থেকেই শরীর খারাপ হয়। পেটের গোলমাল হওয়াতেই উদ্বিগ্ন চিকিৎসক তড়িঘড়ি পরীক্ষা করার পরামর্শ দেন। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন শীর্ষেন্দু।
৮৫ পার করেও তাঁর কলমের ধার একইরকম তীক্ষ্ণ, বিশ্রাম নেওয়ার ফাঁকে ফাঁকে তাই নতুন লেখা মাথায় ঘোরাফেরা করছে লেখকের। এভাবেই আইসোলেশন কাটাচ্ছেন বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই খবর পেয়ে সোশাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।-জি নিউজ