ডিএমপি নিউজ: করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৩৮৮ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ২৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৮১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫জন।
গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৩৭৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৭৬৪ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৫ লাখ ৫০ হাজার ৩৩৮ জন।