ডিএমপি নিউজ: বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতি এ ভাইরাস ইতোমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাটা বেড়েই চলছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১১ নভেম্বর, রোববার সকাল পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৫ কোটি ১৮ লাখ ৫ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১২ লাখ ৭৯ হাজার ১৮৬ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ২১২ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৫ লাখ ৫৯ হাজার ১৮৪ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে এবং দেশটিতে মারা গেছে মোট ২ লাখ ৪৫ হাজার ৭৯৯ জন।
ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ লাখ ৩৫ হাজার ৭৫৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে এবং মারা গেছে মোট ১ লাখ ২৭ হাজার ৬১৫ জন।
আক্রান্ত বিবেচনায় তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দ্বিতীয় ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৫৭ লাখ ১ হাজার ২৮৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছে মোট ১ লাখ ৬২ হাজার ৮৪২ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।