ডিএমপি নিউজ: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ জন।এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২৫৩ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৪২২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ৪০৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪৩টি ও বেসরকারি ৬৭টিসহ ২১০টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩২৮ জনের। এখন পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষায়৩৮ লাখ ২২ হাজার ৩৪৫ জনের ।