ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
মানুষ যাতে অহেতুক বাইরে না আসেন এজন্য বুধবার(১৫ এপ্রিল, ২০২০) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় রমনা বিভাগের রমনা থানা এলাকায় ৯ জনকে ৩ হাজার ৬০০ টাকা এবং শাহবাগ থানায় তিনজনকে ৬০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
ওয়ারী বিভাগের ওয়ারী থানা এলাকার ৫ টি মামলায় ২ হাজার ৯০০টাকা জরিমানা করা হয়।