ডিএমপি নিউজ: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের পরিপত্র জারি করেছে সরকার।
আজ ২৩ এপ্রিল, ২০২০ অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীসহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে লকডাউন ও সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হলে সরকার তাদের ক্ষতিপূরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পরিপত্রে বলা হয়, ১-৯ গ্রেডের সরকারি কর্মকর্তাগণের করোনা ভাইরাস পজেটিভ হলে পাবেন ১০ লক্ষ টাকা আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পাবেন ৫০ লক্ষ টাকা।
১০-১৪ গ্রেডের কর্মকর্তাগণের করোনা ভাইরাস পজেটিভ হলে পাবেন ৭ লক্ষ ৫০ হাজার টাকা আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পাবেন ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা।
আর ১৫-২০ গ্রেডের সরকারি কর্মচারীগণের করোনা ভাইরাস পজেটিভ হলে পাবেন ৫ লক্ষ টাকা আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পাবেন ২৫ লক্ষ টাকা।
পরিপত্রে আরও বলা হয় ১ এপ্রিল, ২০২০ থেকে এই নির্দেশনা কার্যকর হবে।