ডিএমপি নিউজ: নৌ পথের নিরাপত্তা, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নদীতে জনসাধারণের অবাধে চলাচল নিয়ন্ত্রণ এবং চলমান জাটকা সংরক্ষণ অভিযান জোরদার করার লক্ষ্যে নৌ পুলিশের ১৯টি জাহাজ মোতায়েন করা হয়েছে। ইতোপূর্বে গত ১১/০৪/২০২০ তারিখে প্রাথমিক পর্যায়ে ৫ টি জাহাজ এবং ১৩/০৪/২০২০ তারিখ থেকে ১৯ টি জাহাজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীতে প্রয়োজনীয় সংখ্যক ¯পীড বোটসহ মোতায়েন করে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ পুলিশের জাহাজ সমূহ ঢাকা অঞ্চলের সদরঘাট, নারায়ণগঞ্জ, মাওয়া, মুক্তারপুর, মীরকাদিম, আহসান মঞ্জিল, চাঁদপুর, ফরিদপুর, বরিশাল, কিশোরগঞ্জ, খুলনা অঞ্চল ও তার আশপাশ এলাকায় দায়িত্ব পালন করবে।