ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
মানুষ যাতে অহেতুক বাইরে না আসেন এজন্য বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২০) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে রমনা বিভাগে ৮টি মামলায় ২ হাজার ৬০০ টাকা, মতিঝিল বিভাগে ১৬টি মামলায় ২ হাজার ৭০০ টাকা, লালবাগ বিভাগে ৫টি মামলায় ৩ হাজার টাকা, মিরপুর বিভাগে ১৩টি মামলায় ১৭ হাজার ২০০ টাকা, তেজগাঁও বিভাগে ৩টি মামলায় ১২ হাজার টাকা, গুলশানা বিভাগে ১০টি মামলায় ৩৬ হাজার টাকা ও উত্তরা বিভাগে ২টি মামলায় ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ৫৭টি মামলায় ৭৫ হাজার ২০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।