ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
মানুষ যাতে অহেতুক বাইরে না আসেন এজন্য বুধবার (১৬ এপ্রিল, ২০২০) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত নগরীতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৬৮১০০ টাকা জরিমানা করেছে। যার মধ্যে রমনা বিভাগে ৮ জনকে ৮৩০০ টাকা, লালবাগ বিভাগে ৭ জনকে ২৮০০ টাকা, মতিঝিল বিভাগে (কাঁচা মালামাল, মুদির দোকান, চা দোকান ও ০৫ জন ব্যক্তিকে) ৪০০০ টাকা, ওয়ারী বিভাগে (৪ জন ব্যক্তি, ০২ জন মুদি দোকান মালিক এবং কার্টুন ফ্যাক্টরী) ৬৬০০ টাকা, উত্তরা বিভাগে ৩টি গাড়ী চালককে ৬০০ টাকা, তেজগাঁও বিভাগে ভোক্তা অধিদপ্তর কর্তৃক ১০ হাজার টাকা, মিরপুর বিভাগে মুদির দোকান মালিককে ২০০০ টাকা, গুলশান বিভাগে (৫ জনসহ মোটর সাইকেল চালক, বাড়ি নির্মান ও ভিডিও করার জন্য)৩৩৮০০ টাকা জরিমানা করা হয়।