উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করদাতারা আয়কর মেলার পঞ্চম দিনে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। এদিন মেলায় ২ লাখ ৯০ হাজার ৮৩০ জন করদাতা সেবা গ্রহণ করার পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে ১ লাখ ৬ হাজার ২০০। আর পঞ্চম দিনে কর সংগ্রহ হয়েছে ৩১১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৮৭৪ টাকা।
এদিকে, পাঁচ দিনে মেলায় মোট আয়কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৫৮ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা।
পঞ্চম দিন ৮টি বিভাগীয় শহর ও ৫৬ জেলা শহর মিলে সারাদেশে মোট ৬৪টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মেলা চলে। পুরো সময়জুড়ে করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ, বিশেষ করে তরুণ ও নারী করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী,ড. জাকির আহমেদ খান, ড. আব্দুল মজিদ, ড. নাসির উদ্দিন এবং মো. গোলাম হোসেন ঢাকায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলা পরিদর্শন করেন। এসময় তারা মেলায় বিভিন্ন স্টল ও বুথ ঘুরে দেখেন এবং করদাতাদের সাথে কুশলাদি বিনিময় করেন।
করদাতাদের সুবিধার্থে এবারই প্রথম মেলার জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ ব্যবস্থা চালু করা হয়েছে।-বাসস