বৃষ্টি আইনে সাকিব-লিটনবিহীন কলকাতাকে ৭ রানে হারিয়ে জয় দিয়ে এবারের আইপিএলের মিশন শুরু করলো পাঞ্জাব।
গতকাল মোহালিতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব।
জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৪৬ রান তোলে কলকাতা। এরপর শুরু হয় বৃষ্টি, সে সময়ে বৃষ্টি আইনে ৭ রানে পিছিয়ে ছিল কলকাতা। শেষ পর্যন্ত আর খেলা না হলে ৭ রানের জয় পায় পাঞ্জাব।