কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে ৭০ তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি। ইডেন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ১৫৯ বল খেলে ক্যারিয়ারের ৭০তম সেঞ্চুরিতে পৌঁছে গেলেন ভারত অধিনায়ক।
এ নিয়ে টেস্টে ২৭তম সেঞ্চুরি পূরণ করলেন বিরাট। ওয়ানডেতে সেঞ্চুরি রয়েছে তার ৪৩টি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো সেঞ্চুরি নেই। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০তম সেঞ্চুরি পূরণ করে ফেললেন ভারতের এই সেনসেশন। শেষ পর্যন্ত ১৯৪ বলে ১৩৬ রান করে এবাদতের বলে অসাধারণ এক ক্যাচ দিয়ে ফেরেন কোহলি।
এই টেস্টে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তোপের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত্র ১০৬ রানে অলআউট। জবাব দিতে নেমে প্রথম দিন শেষেই ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে ফেলে স্বাগতিকরা। ৬৮ রানে এগিয়ে থাকার সঙ্গে ৫৯ রানে কোহলি এবং ২৩ রানে অপরাজিত থাকেন রাহানে।
দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতীয়রা রানের গতি বাড়াতে থাকে। যে কারণে দ্রুতই হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন রাহানে। ৫১ রান করে তিনি আউট হয়ে গেলেও বিরাট কোহলি বাংলাদেশের বোলারদের জন্য বিপজ্জনক হয়ে ওঠেন। যে কারণে, শেষ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারের ২৭তম, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০তম সেঞ্চুরি করে বসেন তিনি। সবচেয়ে বড় কথা, ভারতের মাটিতে গোলাপি বলের টেস্টে প্রথম সেঞ্চুরিটাই করলেন তিনি।