ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে কলম্বিয়ার বোগোটায়৷ আহত হয়েছেন প্রায় ১০ জন৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
দ্য ইন্ডিপেন্ডেন্ট-এ প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলম্বিয়ার রাজধানী বোগোটার পুলিশ অ্যাকাডেমির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়৷ এতে কমপক্ষে ৫ জন মারা যায় এবং অনেকেই আহত হয়৷ আহতদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
প্রাথমিকভাবে জঙ্গি হামলা মনে হলেও এখনও পর্যন্ত কোনও সংগঠন এর দায় স্বীকার করেনি৷ ভয়াবহ ওই বিস্ফোরণের পরেই উদ্ধারকার্যে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার৷
প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে আশেপাশের বহু বাড়ির জানালার কাচও এর ফলে ভেঙে গিয়েছে৷ সমগ্র বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷