ডিএমপি নিউজঃ কাওরান বাজারের আম্বরশাহ মসজিদ থেকে একটি শিশু পাওয়া গেছে। শিশুটির বয়স তিন বছর। শিশুটি এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার গায়ের রং শ্যাম বর্ণ ও উচ্চতা ২ ফিট ১০ ইঞ্চি।
শনিবার (২১ মে ২০২২) তেজগাঁও থানার কাওরান বাজার এলাকায় আম্বরশাহ মসজিদের বারান্দার সামনে শিশুটিকে কান্নাকাটি করতে দেখে মোঃ সাইফুল্লাহ তরফদার নামে একজন পথচারী তাকে তেজগাঁও থানায় নিয়ে আসেন। থানা পুলিশ নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে শিশুটি কিছুই বলতে পারেনি। এ সংক্রান্তে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ১৩৭৩, তারিখ- ২৬/০৫/২০২২) করা হয়েছে।
ছবিতে প্রদর্শিত শিশুর কোন স্বজনের সন্ধান পেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।