তীব্র দাবদাহে কানাডার কুইবেক প্রদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। তার মধ্যে কেবল মন্ট্রিল শহরেই মারা গেছেন ১৮ জন।
বৃহস্পতিবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেখানে। তবে জলীয় বাষ্পের কারণে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, সেখানকার বাসিন্দাদের ছায়ায় থাকতে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে বলা হয়েছে। সেই সঙ্গে সূর্যের নিচে না যাওয়ারও অনুরোধ করা হয়েছে।
এছাড়া সেখানকার সুইমিংপুল এবং শীতাতপ নিয়ন্ত্রিত জায়গাগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তীব্র দাবদাহে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়া এবং বাসিন্দাদের মৃত্যুর খবরে সমবেদনা প্রকাশ করে এক টুইট করেছেন।
তাতে তিনি লেখেন, কুইবেকে তীব্র দাবদাহের কারণে মারা যাওয়া প্রিয় মানুষগুলোর জন্য শোক ও ভালোবাসা।