ডিএমপি নিউজ: রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সোয়াইব ও মোঃ সালাউদ্দিন। এসময় তাদের হেফাজত হতে ৩,০২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ৯:০৫ টায় কাফরুল থানার হাজী আশরাফ আলী স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কাফরুল থানার হাজী আশরাফ আলী স্কুলের আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে সোয়াইব ও সালাউদ্দিনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে জব্দকৃত ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য অবস্থান করছিল।
গ্রেফতারকৃতদের কাফরুল থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।