ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর ১৪ নং মোড় থেকে ৩০০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ ফাহিম সরকার ওরফে শান্ত। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ।
তাকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ০৭:১৫ টায় মিরপুরের ১৪ নং মোড়ের মানিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনের পাকা রাস্তা থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ইয়াবা উদ্ধার ও গ্রেফতার সম্পর্কে কাফরুল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ডিএমপি নিউজকে জানান, থানায় এলাকায় বিশেষ অভিযান ডিউটিকালীন এসআই সোহেবুর রহমান সংবাদ পান যে, মিরপুরের ১৪ নং মোড়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ০৭:১৫ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ফাহিম নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩০০০ পিস ইয়াবা।
কাফরুল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।