ভারতীয় সিনেমা থেকে গল্প ধার নেবে হলিউড। আর এর সূত্রপাত হতে চলেছে হৃতিকের ‘কাবিল’ সিনেমার হাত ধরে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্বয়ং ছবির পরিচালক সঞ্জয় গুপ্তা। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, “ফক্স স্টার স্টুডিও আগ্রহ প্রকাশ করেছে ‘কাবিল’-এর হলিউড ভার্সন তৈরি করার জন্য। এর জন্য নাকি ফক্স ইন্টারন্যাশনাল প্রডাকশনের সভাপতি টমাস জেগুস নিজে ফোন করেছিলেন হৃতিককে। দু’জনের মধ্যে নাকি প্রাথমিক কথাবার্তাও হয়েছে।
শোনা যাচ্ছে, হৃতিকই নাকি হলিউড ছবির নায়ক হতে চলেছেন। আর যদি তা হয় তাহলে তা জুনিয়র রোশনের কাছে নিশ্চিতভাবেই একটা বড় ব্রেক হতে চলেছে। ছবির প্রযোজক রাকেশ রোশনের মতে, ‘কাবিল’-এর কাহিনি যথেষ্ট উন্নত। ছবি বেশ দক্ষতার সাথে তৈরিও করা হয়েছে। এমন ছবি আন্তর্জাতিক স্তরে তৈরি করাই যেতে পারে।
ইল্লেখ্য চ্যালেঞ্জ নিয়েই শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে বক্স অফিসের লড়াইয়ে নেমেছিল হৃতিকের ‘কাবিল’। ব্যবসার নিরিখে শাহরুখের ছবি এগিয়ে থাকলেও ‘কাবিল’ পেয়েছে সমালোচকদের প্রশংসা। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ছবির আয়ও। সেই সাফল্যে অবশ্যই নতুন মাত্রা যোগ করল এই আন্তর্জাতিক স্বীকৃতি।