আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক পাড়ায় গত সপ্তাহের ভয়াবহ ট্রাক বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জনেরও বেশি হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রেসিডেন্ট ঘানি একথা বলেন।
তিনি বলেন, ‘এই হামলায় ১৫০ জনেরও বেশি আফগান সন্তান নিহত হয়েছে এবং তিন শতাধিক আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, এই ঘটনায় ৯০ জন প্রাণ হারিয়েছে।