ডিএমপি নিউজ: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে অপহৃত শিশুকে উদ্ধার করে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সাদ্দাম হোসেন ও সালমা আক্তার ওরফে মুন্নি।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজকে জানান, দুই জন ব্যক্তি গত মঙ্গলবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের আলীনগর এলাকা থেকে একটি শিশুকে অপহরণ করে অটোরিকশায় করে নিয়ে যায়। কামরাঙ্গীরচর থানা পুলিশ অভিযোগ পেয়ে অপহৃত শিশুকে উদ্ধারে অভিযান চালায়। আজ বৃহস্পতিবার রনি মার্কেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কামরাঙ্গীরচর থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।