ডিএমপি নিউজঃ কামরাঙ্গীচর থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ নাসিবুর রহমান ওরফে নাসিব ও মোঃ সাজিদুল ইসলাম ওরফে পলাশ।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ডিএমপি নিউজকে জানান, বুধবার (১ ফ্রেব্রুয়ারি ২০২৩ খ্রি.) এসআই মোঃ শিহাবুল ইসলাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পান, কামরাঙ্গীচর থানার লোহার ব্রিজের দক্ষিণ মাথায় কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১০:৫০ টায় ২০০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করেন।
অফিসার ইনচার্জ আরো বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত মোঃ নাসিবুর রহমানের নামে চট্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। আর এবার ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় আরো একটি মামলা যুক্ত হলো।