ডিএমপি নিউজ : কামরাঙ্গীরচর এলাকা থেকে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল হাকিম ও মোঃ ইমান হোসেন। এ সময় তাদের হেফাজত থেকে ১৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আনোয়ার ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল সোমবার থানার একটি মোবাইল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে রাত ১০:৪৫ টায় তথ্য আসে, কামরাঙ্গীরচরের খলিফাঘাট এলাকায় মাদকদ্রব্য বিক্রি করার জন্য কতিপয় ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১:০০ টায় ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৩০০ পিস ইয়াবাসহ হাকিম ও ইমানকে গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।