ডিএমপি নিউজ : কামরাঙ্গীচরের মাদবর বাজার নৌকা ঘাট এলাকা থেকে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম মোঃ হৃদয় মৃধা ও মোঃ হেলাল মিয়া।
অভিযানে নেতৃত্ব দেওয়া কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফজলুর রহমান ডিএমপি নিউজকে জানান, শনিবার (৯ জুন ২০২৩) গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মাদবর বাজার নৌকা ঘাট এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে রাত ১১:৪০টায় ৫ কেজি গাঁজাসহ হৃদয় ও হেলাল নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।