ডিএমপি নিউজ: রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকা থেকে টিসিবির পণ্য খেঁজুর অবৈধভাবে মজুতদারি করে কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলারসহ দুইজনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ ইউসুফ ও মোঃ সেলিম মিয়া। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে টিসিবির ১০০ কেজি খেজুর উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম রসুলপুর এলাকার কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার সংলগ্ন রাকিব বোর্ডিং স্টোরে অভিযান চালিয়ে তাদেরকে টিসিবির খেঁজুরসহ গ্রেফতার করা হয়।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজকে জানান, গ্রেফতারকৃত মোঃ সেলিম সরকারিভাবে টিসিবির মুদি পণ্য বিতরণের একজন ডিলার। কিন্তু সেলিম সরকারি নিয়ম ভেঙ্গে অধিক লাভের আশায় মোঃ ইউছুফের যোগসাজসে ও সহায়তায় টিসিবি পণ্য কালোবাজারী করার জন্য অবৈধভাবে মজুদ রাখেন।
গ্রেফতারকৃতদের কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।