ডিএমপি নিউজ : রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাদীনগর এলাকা থেকে দুই মোবাইল ফোন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ নয়ন ও মোঃ সালমান।
ডিএমপি নিউজকে ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা পিপিএম।
তিনি বলেন, গতকাল বুধবার রাতে সাড়ে কামরাঙ্গীরচরের মাহাদীনগর মোল্লা বাড়ির মসজিদ মার্কেটের সামনে এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নেয় আসামীরা। থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ১টি মোবাইল ফোন।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, ভিকটিমকে আঘাত করে তারা মোবাইল ছিনতাই করার বিষয়টি স্বীকার করেছে। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের কামরাঙ্গীরচর থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।