ডিএমপি নিউজ : প্যারাসুট নারিকেল তেলের নকল লেবেল তৈরি করে খালি বোতলের গায়ে লাগানোর সময় একজনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ সাকিল মিয়া। গ্রেফতারের সময় তার কাছ থেকে নকল লোগোযুক্ত নারিকেল তেলের ২৫০০টি খালি বোতল উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের আলীনগর ১নং গলির একটি বাসার নিচ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজকে জানান, প্যারাসুট নারিকেল তেলের নকল লোগো তৈরি করে খালি বোতলের গায়ে লাগানোর মূলহোতা মোঃ ফজল। গ্রেফতারকৃত সাকিল তার কর্মচারি। তারা নকল লোগো তৈরি করে তেলের খালি বোতলের গায়ে লাগিয়ে অন্য গ্রুপের কাছে পাঠায়। তারা প্যারাসুট কোম্পানির নামে তৈরি নকল লোগোযুক্ত খালি বোতলে নকল তেল ভরে বাজারজাত করে।
তিনি আরো বলেন, চক্রটি লোকচক্ষুর আড়ালে এভাবেই সাধারণ মানুষের সাথে প্রতরণা করে আসছে।
গ্রেফতারকৃত সাকিলের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে। পলাতক অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।