ডিএমপি নিউজ: রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ সুজন, মোঃ রাজু ও মোঃ রিপন হোসেন।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ডিএমপি নিউজকে জানান, কতিপয় ব্যক্তি কামরাঙ্গীরচর থানার ব্যাটারীঘাট মোড় আল মক্কা মসজিদ এর সামনে মাদক বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ মে ২০২২) রাত ১১:৫৫ টায় উক্ত স্থানে অভিযান চালায় এসআই মোঃ রিয়াদ উদ্দিনের নেতৃত্বে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুজন ও রাজুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, দিনের অপর এক অভিযানে দিবাগত রাত ০১:২০ টায় এসআই জাহাঙ্গীর আল মামুনের নেতৃত্বে থানার একটি টিম কামরাঙ্গীরচর থানার কোম্পানীঘাট এলাকা হতে রিপনকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।