ডিএমপি নিউজঃ রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ শামীম মিয়া, মোঃ রবিন ও মোঃ কাওসার মিয়া।
শুক্রবার (২৪ মার্চ ২০২৩ খ্রি.) রাত ১১:২০ টায় কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার ডিএমপি নিউজকে জানান, কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় ৭০০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।