কলম্বিয়ায় কারফিউ উপেক্ষা করে শত শত লোক প্রেসিডেন্ট ইভান দাকের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে। সহিংস বিক্ষোভের কারণে রাজধানী বোগোটায় কারফিউ জারি করা হয়।
দেশটিতে প্রতিবাদকারীরা সরকারের নীতি পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে আসছে। সরকার সামাজিক সংস্কারের ঘোষণা দিলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বিক্ষোভকারীরা শুক্রবার(২৩ নভেম্বর) জাতীয় সংগীত গেয়ে এবং পাতিল ও প্যানের শব্দ তুলে বিক্ষোভ করে। এর একদিন আগে বিক্ষোভকালে তিনজন নিহত ও বেশকিছু সংখ্যক লোক আহত হয়েছে।