ডিএমপি নিউজ : দৈনিক কালবেলা নবযাত্রার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
আজ সোমবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবে পত্রিকাটির নবযাত্রার এক বছর উদযাপন উপলক্ষে ডিএমপি কমিশনার ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘এগিয়ে থাকে, এগিয়ে রাখে’ এ স্লোগানকে সামনে রেখে উদযাপিত হচ্ছে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী।
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার পত্রিকাটির সম্পাদক, প্রকাশকসহ সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, কালবেলার নবযাত্রার বয়স মাত্র এক বছর। এই অল্প সময়ে পাঠকসমাজে মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি তুলে ধরে ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে নিজেকে যেভাবে দাঁড় করিয়েছে তার সেই যাত্রা অব্যাহত থাকবে। আগামী দিনে পত্রিকাটি আরও সোচ্চার হয়ে পাঠকের অন্তরে তার অবস্থান জানান দিতে সক্ষম হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের একটি প্রকাশনা দৈনিক কালবেলা পত্রিকাটি ২০২২ সালের ১৬ অক্টোবর পাঠকের হাতে আসে। সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অল্প সময়েই দেশের আপামর জনগণের মনে ঠাঁই করে নিয়েছে পত্রিকাটি।