নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ। আজ বুধবারের ম্যাচে, নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধার সঙ্গে শোক প্রকাশ করতে কালো ব্যাজ পরে মাঠে নামবে টাইগাররা।
নিদাহাস ট্রফিতে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ, এ ম্যাচ এক রকম ফাইনালে ওঠার লড়াই। এই ম্যাচে ভারতকে হারালেই জমে উঠবে ফাইনালে ওঠার লড়াই। চান্স থাকবে তিন দলেরই। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের মতে, এমন টুর্নামেন্ট জিততে হলে আরও স্মার্ট ক্রিকেট খেলতে হবে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের কথা মনে করে টাইগারদের শক্ত প্রতিপক্ষই মানছে ভারত।
নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে দুই দলই। জয়ের ধারা ধরে রেখে এ ম্যাচেও জয় পেতে মুখিয়ে দুই পক্ষ। হার্ড হিটিং আর শক্তির বিবেচনায় অনেক এগিয়ে রোহিত শর্মার ইন্ডিয়া।
তবে রেকর্ড রান তাড়া করে জেতা বাংলাদেশও ছেড়ে কথা বলবেনা। নিজেদের শক্তি আর দুর্বলতার মিশেলে ভালো একটা লড়াইয়েরই ইঙ্গিত দিলেন টাইগারদের অধিনায়ক মাহমুদুল্লাহ।
টি টোয়েন্টি ক্রিকেটে হিসেব কষে রিস্ক নিয়ে নিজেদের নতুন করে চেনাতে চায় টাইগাররা। কুড়ি ওভারের খেলায় ব্র্যান্ড বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। আইপিএলের কল্যাণে ভারতের দ্বিতীয় সারির দল নিয়েও নিদাহাস ট্রফি জয়ের অন্যতম দাবীদার রোহিত শর্মার একাদশ। তবুও, বাংলাদেশের ক্রিকেটের সাথে এক অম্ল-মধুর প্রতিপক্ষের নাম ভারত বলেই কিনা টেনশনটাও অন্যরকম।
ভারত জিতলে ফাইনাল নিশ্চিত আর বাংলাদেশের জয়ে টাইগাররা পৌছবে একদম কাছাকাছি, এমন সমীকরণের ম্যাচে টানটান উত্তেজনা থাকবে, সেটাই স্বভাবিক।
তবে তামিম, মুশফিক আর রিয়াদদের মনে কিছুটা হলেও বেদনা থাকবে নেপালের বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশীর জন্য। এমন দিনে হাতে কালো ব্যাজ জড়িয়ে মাঠে নামা টাইগারদের আটকে রাখা কঠিনই হতে পারে ভারতের জন্য।