অস্ট্রেলিয়ার ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আগামীকাল। দেশের মাটিতে গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাতিল হয়ে যায়। এর পর আর মাঠে নামা হয়নি তাদের। এর মাধ্যমে প্রাণঘাতি করোনাভাইরাসের স্থবির হয়ে যাওয়া আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে ভারত।
কিছুদিন আগেই শেষ হওয়া আইপিএলের সুবাধে দুই দলের খেলোয়াররা নিজেদের প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছে। ফলে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক খেলায় ফিরলেও তেমন কোন সমস্যা হবার কথা নয়।
অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ধারাটা অব্যাহত রাখতে চায় ভারত। অপরদিকে নিজেদের মাটিতে সিরিজ জয়ে মরিয়া অস্ট্রেলিয়াও। তাই একটি জমজমাট সিরিজের প্রত্যাশা করছে দুই দলের দর্শকেরা। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগের সফরে টেস্ট ও ওয়ানডে দুটি সিরিিই জয় পায ভারত। দক্ষিণ আফ্রিকার পর ক্রিকেক ইতিহাসে একমাত্র দ্বিতীয় দল যার এই কঠিন কাজটি করতে পারে।