ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত দু’জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজ্যের বেশ কিছু এলাকায় মুঠোফোন সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, এ ঘটনায় রবিবার উপত্যকা জুড়ে অবরোধের ডাক দিয়েছে কাশ্মিরের চ্ছিন্নতাবাদীরা। নাবাহিনীর দাবি, তাদের বহর লক্ষ করে পাথর নিক্ষেপ শুরু করেছিল উত্তেজিত জনতা। আত্মরক্ষার জন্য গুলি চালায় সেনাবাহিনী। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও কথা বলেছেন তিনি। এ ঘটনার একটি প্রতিবেদন চেয়েছেন নির্মলা।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের অবরোধের ডাক আসার শ্রীনগরের কিছু কিছু এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া উত্তেজনা ঠেকাতে নিরাপত্তাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় জড়িত সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের বিরুদ্ধে মামলা করেছে শোপিয়ান জেলা পুলিশ।