কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ মেটাতে “মোদি আমাকে ‘মধ্যস্থতাকারী বা মীমাংসাকারী’ হওয়ার অনুরোধ করেন” মর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন ভারত তা অস্বীকার করেছে ।খবর বিবিসি, রয়টার্স।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, এ ধরনের কোনো অনুরোধ করা হয়নি। আরো জানানো হয়, পাকিস্তানের সঙ্গে সব ইস্যু নিয়ে শুধু দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হবে।
গত সোমবার হোয়াইট হাউজে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, কাশ্মীর সমস্যা সমাধানে ভারত তাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য অনুরোধ জানিয়েছে।
ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীর নিজেদের বলে দাবি করে। তবে উভয় দেশ নিজ অংশে কাশ্মীর নিয়ন্ত্রণ করে থাকে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে ফিরে জানান, ট্রাম্পের দাবি সত্য নয়। কিন্তু বিরোধীদলীয় এমপিরা এ বিষয়ে পার্লামেন্টে মোদিকে বক্তব্য দেয়ার দাবি তোলেন।
ট্রাম্প দাবি করেছেন, দুই সপ্তাহ আগে মোদির সঙ্গে এক বৈঠকে কাশ্মীর সমস্যা নিয়ে তার কথা হয় এবং ওই সময়ই মোদি তাকে ওই অনুরোধ করেন। ট্রাম্প বলেন, সে সময় মোদি আমাকে ‘মধ্যস্থতাকারী বা মীমাংসাকারী’ হওয়ার অনুরোধ করেন। কারণ কাশ্মীর নিয়ে বহু বছর ধরে সমস্যা চলছে। আমি বলি, আমি যদি সাহায্য করতে পারি, তবে আনন্দের সঙ্গে মধ্যস্থতাকারী হব। ট্রাম্পের এ বক্তব্যের পর ভারতজুড়ে আলোচনায় তোলপাড় শুরু হয়।