ইরান এবং রাশিয়া যৌথভাবে কাস্পিয়ান সাগরে মহড়া চালাবে। ত্রাণ ও উদ্ধার এবং কৌশলগত ও জলদস্যুতা প্রতিরোধের পরিকল্পনাকে সামনে রেখে এ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইরানের নৌ-বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি আজ (রোববার) একথা জানান। মহড়ার জন্য তিনি নির্দিষ্ট কোনো তারিখের কথা জানান নি তবে শিগগিরি এ মহড়া অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেছেন। ইরান ও রাশিয়া- দু দেশই কস্পিয়ান সাগরে বাইরের দেশের সামরিক উপস্থিতির বিরোধী।
তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া নিশ্চিতভাবে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ও অপারেশনাল সহযোগিতা বাড়াবে। এর আগেও ইরান ও রাশিয়া কাস্পিয়ান সাগরে যৌথ মহড়া চালিয়েছে। কমান্ডার খানজাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যকার সহযোগিতা অনেক গভীর হয়েছে।
রিয়ার অ্যাডমিরাল খানজাদি আরো বলেন, কাস্পিয়ান সাগরে বিদেশি সেনাদের উপস্থিতির প্রশ্নই আসে না এবং কেউ যদি সেখানে উপস্থিতি ঘটানোর চেষ্টা করে তাহলে তা অবশ্যই প্রতিহত করা হবে। কাস্পিয়ান সাগর হচ্ছে শান্তি ও বন্ধুত্বের প্রতীক; এর তীরবর্তী দেশগুলোর এই দুষ্টিভঙ্গি অনুসরণ করেই চলে।