কাস্পিয়ান সাগর দিয়ে তীরবর্তী দেশগুলো ছাড়া বাইরের দেশের কোনো সেনা বা সামরিক জাহাজ চলাচল করতে পারবে না বলে ষোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। কাজাখস্তানের বন্দরনগরী আকতাউয়ে রবিবার ঐতিহাসিক কনভেনশনে সই করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, কাস্পিয়ান সাগরের আইনি অবস্থান বা মর্যাদা নিয়ে সই হওয়া কনভেনশনের মাধ্যমে তীরবর্তী দেশগুলোর মধ্যে আরও ভালো ও শক্তিশালী সম্পর্ক তৈরি হবে।
তিনি বলেন- রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক সবসময় যথেষ্ট আন্তরিক ও উষ্ণ ছিল।
উল্লেখ্য, রবিবার কাজাখস্তানের বন্দরনগরী আকতাউয়ে পাঁচ দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই দশকের বেশি সময় ধরে আলোচনার পর কাস্পিয়ান সাগরের আইনি অবস্থান নিয়ে কনভেনশন সই করা সম্ভব হলো।