সাদা রঙের পোশাক বেশিদিন সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে প্রথম যে ভয়টি কাজ করে তা হলো সময়ের সাথে সাথে পোশাকের রং হলুদ হয়ে না যায়। তবে সাদা পোশাক ধুয়ে এবং এটি সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে উজ্জ্বল এবং একেবারে নতুনের মতো করে রাখতে পারবেন।
আসুন তাহলে জেনে নেই কিভাবে সাদা পোশাক সুরক্ষিত রাখবেন। তবে সে ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম অনুসরন করতে হবে-
১. সাদা পোশাকগুলো সংরক্ষণ করার আগে ভালোভাবে ধুয়ে নিন। নোংরা কাপড়গুলো দাগ সৃষ্টি করা সহ হলুদ বর্ণহীনতা তৈরি করতে পারে।
২. সাদা পোশাক ধোয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ডিটারজেন্ট ব্যবহার করুন।
৩. ফেব্রিক সফটনার ব্যবহার করবেন না। ফেব্রিক সফটনার ব্যবহারে কাপড় হলুদ হয়ে যেতে পারে। ব্লিচিং পাউডারও ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৪. ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে ফেলার পর সাবান স্কাম ফেব্রিকের উপর আটকে থাকে তাই ওয়াশিং মেশিনে আপনার পোশাককে দুইবার ধৌত করলে সমস্যাটি দূর হবে।
৫. সংরক্ষণ করার আগে বাতাসে শুকিয়ে নিন। পোশাকের কোনো অংশ সম্পূর্ণ না শুকানো পর্যন্ত সংরক্ষণ করবেন না।
৬. অ্যাসিডমুক্ত টিস্যু পেপার দিয়ে সাজানো বক্সে কাপড় সংরক্ষণ করতে পারেন। এটি পোশাক সংরক্ষণ করার সময় সুরক্ষা দেবে।
৭. কুঁচকানো প্রতিরোধে বছরে একবার কাপড়ের ভাঁজ খুলুন। আবার কাপড় ভাঁজ করুন, যাতে পোশাক বেশিদিন সংরক্ষণ করলেও কুঁচকে না যায়।