যে আপনাকে ব্লক করে দিয়েছে তাঁর প্রোফাইল পিকচারটি আর দেখতে পাবেন না আপনি।
যে কোনও মেসেজই পাঠান না কেন, কখনওই তা ডবল টিক হবে না। সিঙ্গল টিক হয়েই থাকবে।
যদি কোনও ব্যাক্তি আপনাকে ব্লক করে দিয়ে থাকে, তা হলে তাঁকে আর অডিও বা ভিডিও কল করতে পারবেন না আপনি।
যদি কেউ আপনাকে ব্লক করে দেয়, তাঁর ‘লাস্ট সিন’ দেখতে পাবেন না আপনি।
শুধু তাই নয়, সে অনলাইন থাকলেও আপনাকে দেখাবে না।