ডিএমপি নিউজঃ গত ২৫ এপ্রিল বুধবার দুপুরে শাহবাগ হতে কারওয়ান বাজার যাচ্ছিলেন দীপ্ত টিভি’র একজন রির্পোটার । যাওয়ার পথে যাত্রীবাহী বাসের মধ্যে একটি সিটের উপর রাখা একটি ব্যাগ তার নজরে আসে । কৌতুহলবশত ব্যাগটি খুলে ভিতরে ৫ টি মোবাইল ফোন দেখতে পান । বাসের চালক, সহযোগী ও যাত্রীদের জিজ্ঞাসা করেও মোবাইলগুলোর কোন মালিকের সন্ধান পাননি । শেষমেষ তিনি মোবাইলসহ ব্যাগটি এনে জমা দেন ডিএমপি’র মিডিয়া সেন্টারে ।
এই ৫ টি মোবাইলের মধ্যে ১টি আনলক থাকায় মোবাইলটির মালিকের সাথে যোগাযোগ করা সম্ভব হয় । অতপর মোবাইলটির মালিক যথাযথ প্রমাণাদি দেখিয়ে তা নিজ হেফাজতে নেন । কুড়িয়ে পাওয়া অন্যান্য মোবাইলগুলো লক থাকায় কাহারো সাথে যোগাযোগ করা সম্ভর হয় নাই । বর্তমানে মোবাইলগুলো ডিএমপি মিডিয়া সেন্টারে রক্ষিত আছে । মোবাইলগুলো হলো- Huawei, Symphony-V90, iPhone ও Oppo-A37FW ।
মোবাইলগুলোর প্রকৃত মালিকদের যথাযথ প্রমাণাদিসহ ডিএমপি’ মিডিয়া সেন্টার, ৩৬ মিন্টু রোড, রমনা, ঢাকায় বা মোবাইল নং-০১৭১৩৩৯৮৭৫৬, ০১৭১৩৩৯৮৭৫৭ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।