ডিএমপি নিউজ: ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
শনিবার উলিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডলকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল উলিপুর থানার বেগমগঞ্জের আককেল মাহমুদ হারানগাটু এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ইয়াবাসহ মাদক কারবারি সরবেশ মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।