ডিএমপি নিউজ: লালবাগ এলাকায় একটি ছেলে শিশুকে কুড়িয়ে পাওয়া গেছে। শিশুটির বয়স ৫ বছর। শিশুটি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
তার গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা ৩ ফিট ৮ ইঞ্চি। কুড়িয়ে পাওয়ার সময় শিশুটির পরনে ছিল লাল রঙয়ের সোয়েটার, গোলাপী রঙয়ের টি-শাট ও সাদা রঙয়ের ট্রাউজার।
গত ২ জানুয়ারি ২০২৫ রাত আনুমানিক ১২:৩০ টায় লালবাগের মেডিকেল স্টাফ কোয়ার্টাস এলাকায় একটি চায়ের দোকানের সামনে শিশুটিকে খুঁজে পান একজন পথচারি। পরে তিনি শিশুটিকে জরুরি সেবা- ৯৯৯ মাধ্যমে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
থানা সূত্রে জানা যায়, শিশুটির তার নাম ঠিকানা কিছুই বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করে শিশুটির আত্মীয়-স্বজনের খোঁজখবর না পেয়ে থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করে। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ সংক্রান্তে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। জিডি নং-৭১, তারিখ-০২/০১/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুটির পরিবারের সন্ধান জেনে থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নাম্বারে ০২-৪১০২৪৮৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।