ডিএমপি নিউজ: কুমিল্লার বরুড়া থানা এলাকা হতে চুরি হওয়া পিকআপ যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পুলিশ।
শনিবার (২৯ মে, ২০২১) রাতে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকা হতে পিকআপটি উদ্ধার করেন ট্রাফিক সার্জেন্ট মৃন্ময় বিশ্বাস। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনে কর্মরত আছেন।
ট্রাফিক ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ তারিকুল ইসলাম মাসুদ জানান, শনিবার রাতে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় সার্জেন্ট মৃন্ময় বিশ্বাস ডিউটিরত অবস্থায় ছিলেন। তিনি দায়িত্বপালনকালে রাত ৯:১৫ টায় একটি পিকআপের (কুমিল্লা-ন-১১-০৮৩৮) ড্রাইভারকে সন্দেহ হলে থামানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু ড্রাইভার গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পিকআপটিকে আটক করার চেষ্টা করলে পিকআপটি ফেলে ড্রাইভার পালিয়ে যায়।
তিনি বলেন, সার্জেন্ট মৃন্ময় বিশ্বাস বিআরটিএ অ্যাপস এর সহায়তা পিকআপটির মালিক আবু তাহেরের সাথে যোগাযোগ করে গাড়ি চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
উদ্ধারকৃত পিকআপটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে যাত্রাবাড়ী থানায় হস্থান্তর করা হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।
প্রসঙ্গত,২৪ মে, ২০২১ রাতে কুমিল্লার বরুড়া থানা এলাকা থেকে একটি পিকআপ গাড়ি চুরি হয়। যার রেজিস্ট্রেশন নম্বর কুমিল্লা-ন-১১-০৮৩৮। গাড়ির মালিক আবু তাহের,পিতা-আবদুল মমিন, গ্রাম-গোপাল নগর, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা এ ঘটনায় ২৫ মে বরুড়া থানায় অভিযোগ দায়ের করেন।