ডিএমপি নিউজঃ কুমিল্লার দাউদকান্দি থানার গৌরিপুর দেশ হাসপাতালের টেকনিশিয়ান এমদাদুল হক মিঠু (২৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃত হলেন-মোঃ ইমরান (২৪)। গ্রেফতারের পর তার হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
পিবিআই কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ডিএমপি নিউজকে জানান, ২৬ জুলাই রাজধানী ঢাকার উত্তরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পিবিআই কুমিল্লা জেলার একটি দল।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ডিএমপি নিউজকে বলেন, গত ২৬ জুন দাউদকান্দির স্বল্প পেন্নাই দীঘিরপাড় এলাকায় জনৈক কবিরের মাছের প্রজেক্টের উত্তর পাড়ে এমদাদুল হক মিঠুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা রুজু হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে পিবিআই। তদন্তকালে আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি ডিএমপি নিউজকে জানান, গ্রেফতারকৃত ইমরান এবং এমদাদুল উভয়ই সমকামী ছিলেন। তাদের মধ্যে সমকামীতা ও আর্থিক লেনদেন নিয়ে মনমালিন্যের ফলে গত ২৫ জুন এমদাদুলকে উল্লেখিত স্থানে হত্যা করে ফেলে রেখে যায় ইমরান।
২৬ জুলাই গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।