ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলের স্বাধীনতার দাবিতে সম্প্রতি একটি গণভোটের প্রস্তুতি নিয়েছে কুর্দিরা। আর এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, স্বাধীনতার দাবিতে গণভোট ডেকে কুর্দিরা ‘আগুন নিয়ে খেলছে’। শনিবার স্থানীয় এক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে তার এই মন্তব্য প্রকাশিত হয়।
শুক্রবার উত্তর ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চলের পার্লামেন্ট গণভোটের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার পর আবাদির এই মন্তব্য এলো। কুর্দিস্তানের আঞ্চলিক সরকার আগামী ২৫ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করেছে।
এই গণভোট স্বায়ত্বশাসনের মাধ্যমে কুর্দিদের যে অর্জন তা বানচাল করে দিতে পারে বলেও সতর্ক করেছেন আবাদি।
উত্তর ইরাকের এই গণভোট নিয়ে হুঁশিয়ারি এসেছে তুরস্কের কাছ থেকেও।
শনিবার তুর্কি প্রধানমন্ত্রী বিনআলি ইলদিরিম কুর্দিস্তানের স্বাধীনতা চেয়ে করা ওই গণভোটের সঙ্গে তার দেশের জাতীয় নিরাপত্তাও জড়িত বলে মন্তব্য করেন; এই বিষয়ে যে কোনো পদক্ষেপ নিতে তুরস্ক দ্বিধা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার ইরাকের কুর্দি নেতা মাসউদ বারজানি বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর অনুরোধ সত্ত্বেও গণভোটের দিন পেছানো হবে না।
পশ্চিমা পরাশক্তিগুলোর শঙ্কা, বাগদাদ ও ইরবিলের মধ্যে উত্তেজনার কারণে আইএসবিরোধী লড়াই থেকে ইরাকের মনোযোগ সরে যেতে পারে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এখনো ইরাক ও সিরিয়ার বেশ কিছু অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।