কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আজ শনিবার বিকেল ৪টায় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর পর তিনি রবি ঠাকুরের নিজ হাতে লাগানো শতবর্ষী বকুল গাছের পাশে আরেকটি বকুল গাছের চারা রোপন করেন। পরে বকুল তলার পুকুর ঘাটে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত উপভোগ করেন। প্রায় ১ঘন্টা অবস্থানকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ রবী ঠাকুরের নিজ হাতে লাগানো শতবর্ষী বকুল গাছটিকে ছুঁয়ে দেখেন এবং বকুল গাছ সংলগ্ন পুকুর পাড়ে কিছু সময় অবস্থান করেন। এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেন। এছাড়াও তিনি কুঠিবাড়ির বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও কুঠিবাড়ি এলাকা ঘুরে দেখেন।
কুঠিবাড়ি পরিদর্শনের সময় রাষ্ট্রপতির সাথে তাঁর পত্নী রাশিদা খানম, রাষ্ট্রপতির পুত্র ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কন্যা স্বর্ণা হামিদ এবং জামাতা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর সফরসঙ্গীদের নিয়ে দুপুর ২টায় হেলিকপ্টারযোগে কুষ্টিয়া স্টেডিয়ামে অবতরণ করেন। সন্ধ্যায় তিনি সপরিবারে মরমী সাধক ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ী পরিদর্শন করেন। দু’দিনের সফরের দ্বিতীয় দিন রোববার তিনি দুপুর সাড়ে ১২টায় ইসলামী বিশ্বিবিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগদান করবেন।