ডিএমপি নিউজঃ বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, জুডো ও কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২১ এর সকল ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (৩১ মে ২০২২) বিকাল ৪ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে আয়োজন করা হয় এই চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), ও সভাপতি বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, জুডো, কারাতে, শরীর গঠন, ভারোত্তোলন, তায়কোয়ান্ডো ও উশু পরিষদ।
মোট ১৩৪ টি পদকের মধ্যে ৩৬ টি পদক জিতে প্রথম স্থান অর্জন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ৩৬ টি পদকের মধ্যে ২৭ টি স্বর্ণ, ০৫ টি রৌপ্য ও ০৪ টি তাম্র পদক পায় ডিএমপি। ২৮ টি পদক অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ১০ টি পদক জিতে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে রাজশাহী রেঞ্জ।
রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, জুডো ও কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২১ প্রতিযোগিতার মূল পর্বের ম্যাচগুলো শুরু হয় গত ২৮ মে ২০২২ থেকে। টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, জুডো, কারাতে, শরীর গঠন, ভারোত্তোলন, তায়কোয়ান্ডো ও উশু পরিষদ। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কুস্তি, বক্সিং, জুডো ও কারাতে প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমাদের উদ্দেশ্য হলো প্রকৃতপক্ষে যারা মেধাবী, যারা অগ্রগামী তারা যেন এই প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত হয়ে উপরে উঠতে পারে। তাহলে সামনের দিনে আমরা আরো ভালো ফলাফল আশা করতে পারব। বাংলাদেশ পুলিশ জাতীয় পর্যায়ে যে খেলাধুলায় পুরস্কার পেয়ে থাকে তার মধ্যে সবচেয়ে সফলতম হলো এই ইভেন্টগুলো।
তিনি বলেন, খেলার সবচেয়ে বড় বিষয় হলো নিয়মানুবর্তিতা ও নিয়মিত প্রশিক্ষণে অংশ নেওয়া। খেলাধুলায় হার-জিত থাকবেই। কেউ জিতবে কেউ হারবে তাতে মনে কষ্ট পাওয়ার কিছুই নেই। একজন ভালো খেলোয়াড় সব সময় উন্নত মনের মানুষ হয়। আমরা যেন সবাই উন্নত মনের মানুষ হতে পারি সেই দোয়া থাকলো সবার জন্য।
তিনি আরো বলেন, আমাদের মূল কাজ হলো মানুষকে নিরাপত্তা দেওয়া ও শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এর পাশাপাশি আমরা নিয়মিত আমাদের খেলাধুলা চালিয়ে যাব।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম, বিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপপুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।