ডিএমপি নিউজ: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিককে খুঁজছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (২৬ মে, ২০২১) সকাল ১০.১৫ টায় মোহাম্মদপুরের বসিলায় স্থাপিত চেক পোস্টে গাড়ী তল্লাশীকালে স্বাধীন পরিবহনের একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় এ টাকা উদ্ধার করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মাদপুর ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। উক্ত টাকা ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্থান্তর করেছে।
বর্তমানে কুড়িয়ে পাওয়া এই টাকা মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে আছে। উক্ত টাকার প্রকৃত মালিককে যথাযথ প্রমাণ উপস্থাপন করে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের নিকট হতে তা গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।